নববর্ষের প্রার্থনা

নববর্ষের প্রার্থনা
আমান উদ্দিন
বৎসর শেষে নব উদ্যমে শুরু হচ্ছে
নতুন আরেক বছর,
কারো জীবন ভাসবে সুখের বন্যায়
দুখ হবে কারো দোসর।
বছর আসে বছর যায় ইহা চিরায়ত
দুনিয়ার রীতি,
নববর্ষে মানুষের মধ্যে জাগ্রত হোক
প্রেম আর প্রীতি।
প্রাকৃতিক বিপর্যয় থেকে ওহে আল্লাহ
তোমার দয়া চাই,
তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার
আরতো কেহ নাই।
অনাবিল সুখ শান্তির বন্যা বয়ে দিও
পৃথিবীর তরে,
মানব সৃষ্ট দানবের অপশক্তিতে কেহ
যেন না মরে।
এই নববর্ষে প্রার্থনা দয়াময় সৃষ্টিকর্তা
তোমার কাছে,
তুমি দয়াল প্রভু বিনে বিপদ উদ্ধারের
কেবা আর আছে।
খোদা তোমার দয়ার দিকে চেয়ে থাকে
সমস্ত সৃষ্টিগণ,
তুমিই সমস্ত সৃষ্টিকুলের শুধুমাত্র ভরসা
পরম আপনজন।