অপেক্ষা কর পৃথিবী!

অপেক্ষা কর পৃথিবী!
রকিবুল ইসলাম
অপেক্ষা কর পৃথিবী!
একদিন তোদেরও আসবে এমন দিন!
তোরাও হবি অত্যাচারিত, উৎপিড়িত-নিপীড়িত সেদিন।
ইতিহাস বলবে তোদের-
রাফা,গাঁজা ধ্বংসের পরে কেন ছিলি নিশ্চুপ!?
একদিন ইতিহাস বলবে তোদের-
অকাতরে প্রাণহারাদের আর্তনাদ শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছানোর পরও কেন ছিলি মুখে এঁটে কুলুপ!?
একদিন ইতিহাস বলবে তোদের-
ও আকাশ!ও বাতাস!
দেখে যা,শুনে যা! নিপীড়িতের ক্রন্দন।
সেদিন তো এরা করেনি টু শব্দটি,
যেদিন হাহাকার আর আর্তনাদে প্রকম্পিত হয়েছিল এই ধরাটি।
একদিন ইতিহাস বলবে তোদের-
আজ কেন এত বিলাপ!এত আহাজারি!?
সেদিন তো তোদের অন্তর একটুও কাঁদেনি!
মুহুর্মুহু আক্রমনে ক্ষতবিক্ষত করেছিল আশ্রয় দাতার বক্ষ যেদিন আশ্রিতের শাণিত ছুরি।
এখনো যখন জাগলি না তোরা!
ভাঙলো না তোদের ঘুম!!
অতএব,ভোগ-বিলাস আর আরাম-আয়েশে মত্ত পৃথিবী-জেনে রাখ-শুনে রাখ!
নির্মম,নিষ্ঠুর বাস্তবতা ভ্রুকুটি করে বলবে তোদের সেদিন-
একদিন আমরাও লড়েছি একলা একা, বাঁচার তাগিদে উন্মুখ প্রতিটি রন্ধ্র,প্রতিটি আত্মা।
করবি আফসোস!পুরো পৃথিবী কাঁদবি তোরা!
নির্মম কালের কালো স্রোতে তলিয়ে যাওয়া ইতিহাসকে সাথে নিয়ে অট্টহাসি হেসে বলবে তখন গাঁজা:
সেদিন ছিল যখন তোদের অবিশ্বাস্য, অকল্পনীয় মননে শুধুই তাকিয়ে থাকা!
অত্যাচারিত ভুখা,ক্ষুধার্ত,অসহায় এক জাতির দফা-রফা দেখা।
অতএব,অপেক্ষা কর পৃথিবী!
যেদিন সমগ্র জাতি তোরা!
তোদের ধ্বংস,লয় ও ধ্বসে হর্শ মননে সাক্ষী রবে গাঁজা।