বসন্তে দেখা হবে

বসন্তে দেখা হবে
শামীমা খালিদ শাম্মী
কোন না কোন বসন্তে আবার দেখা হবে
দেখা হবে তোমার আমার,
বসন্তের মাতাল করা ঘ্রাণে সমীরণে
একসাথে হাটা হবে পলাশের বনে,
মুহুর্মুহু বেখেয়ালি বাতাসে বিমোহিত
চোখে চোখে কথা হবে মুগ্ধতার মুর্ছনায়।
বসন্ত বিলাসে ভুলে যাবো মান অভিমান
একরাশ ভালোবাসায় ভরাবো বিষন্ন হৃদে,
নয়নাভিরাম ফুলের সুবাসিত প্রাণস্পন্দিত
ঘ্রাণে এসো দূরত্ব মুছে হৃদয়ের কথা বলি,
কোকিলের গানে দুজন কাছাকাছি আসি
বাসন্তী সুরে বলি ভালোবাসি ভালোবাসি।
এই বসন্তে না হোক অন্য কোন বসন্তে এসো
সেই বসন্তে ভরাও আমার হৃদয়াঙ্গণ,
গোধুলীর রক্তরাঙা সন্ধ্যার আবীরে
শিমুলের রক্তিম উচ্ছ্বাস গায়ে মেখে,
প্রবর্ধমান লাবন্যে আবক্ষ প্রেমে
আবার জড়িয়ে নিবো বুকে দুজনাকে।
ভোরের আলোর আভায় হলুদ শাড়ির
সবুজ পাড়ে মন রাঙাবো ফাগুনের সাজে,
তুমি এসো ফিরে কোন এক বসন্তে
হৃদয় নীড়ে আমি আছি তোমার প্রতিক্ষায়,
কোন না কোন বসন্তে জানি আসবে ফিরে
ঠিক দেখা হবে তোমার আমার।