প্রেম আসুক জীবনবেলায়

প্রেম আসুক জীবনবেলায়
শাহনাজ পারভীন মিতা
প্রেমে পড়েছো তুমি
শয়নে স্বপনে জাগরনে
ওই চোখে নিজের সুখ!
তবে বোকা তুমি
যে কষ্ট কিনছো,
সইতে কী পারবে সেই তাপ
জীবনের মাঝে অযাচিত সন্তাপ।
কত রাত জাগা ভোর
কষ্টগুলো ফুল হয়ে ফোটে নীরব প্রহর,
কত সুর গুনগুনিয়ে মনের বাগানে
ভ্রমর উড়ে আসে বসন্ত বাতায়নে।
প্রেম আসে প্রেম বাসা বাঁধে
শোক তাপ চোখর জলে কাঁদে,
কেনো খুঁজে ফেরো প্রেম
কবিতায় জীবন নিকষিত হেম।
তবুও প্রেম আসুক জীবনবেলায়
কোকিলের কহুতানে বসন্তে ফুলের মেলায়।