তরুণ-তরুণী আগুন

তরুণ-তরুণী আগুন
মীর ফয়সাল নোমান
আজকের সমাজ জানে না,
তরুণ-তরুণীর বুকের ভেতর কত আগুন জ্বলে।
এই তরুণ-তরুণী ভীরু নয়, কাপুরুষ নয়,
তারা তো ঝড়ের মতো—চলন্ত, অপ্রতিরোধ্য।
তারা জানে,
নিজের অধিকার ছিনিয়ে আনতে হলে
তাজা রক্তের বিনিময়েও লিখতে হয় ইতিহাস।
যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি,
সেখানেই জেগে ওঠে একেকটি অগ্নিশিখা,
তরুণ-তরুণীর বজ্রকণ্ঠ।
জাগো! তরুণ-তরুণীরা,
দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে হোক একতাবদ্ধ।
তোমাদের মাথা নত হওয়ার নয়,
তোমাদের সংকল্প অটুট, অক্ষয়।
তোমরা নতুন যুগের জন্মদাতা,
যুগান্তরের নায়ক।
তবুও ভয়ংকর এই বয়স,
হারিয়ে যায় অগণিত তাজা প্রাণ,
তবুও রচিত হয় সহস্র শহীদের নাম।
এই মাটিতে অমর হয়ে থাকে তাদের আত্মদান।
তরুণ-তরুণীরা আগুন জ্বালায়,
তারা শুধু আগুন জ্বালাতেই জানে না,
জ্বালাতে জানে আশা,
আর সৃষ্টি করতে জানে এক নতুন ভোর।
এই বাংলা, এই মাটি,
আবারও দেখুক সেই বিপ্লবের শিখা,
যেখানে তরুণ-তরুণীর কণ্ঠে বাজবে জয়ের গান,
বাংলার বুকে আগুন জ্বলুক আরও একবার।