হেড-লাইন

হেড-লাইন
চন্দ্রাবলী মুখোপাধ্যায়
হুমকি আর শর্ত দিনরাত হিসেব কষে —-
কার পাল্লা কতো ভারী । ঠিকঠাক মালুম হয় নি ।
কাহিনী যতো এগিয়েছে গুনাগার দিতে হয়েছে তার চেয়ে ঢের বেশী ।
তেল চুকচুকে লাঠি-টা রোজ হাঁপায় । ওর ধকলের কমতি নেই। রোজ সেবা করে একমনে ।
চামড়ার এলোপাথাড়ি ফাটল থেকে বেরিয়ে আসা জিভ ভালোবেসে রক্ত চাটে ।
সেই দিনগুলো জাঁহাবাজ বটে ।
খড়কে কাঠি দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে দিব্যি ঢেঁকুর তুলে পা দোলাতো । ওরা এখন মর্গে ।
হালফিলে ময়নামতী কাঁথায় ফোঁড় তোলে । সবুজ রঙ ঢালা স্বপ্ন দ্যাখে ।
লেখালেখির চেষ্টা-ও করে …
যদিও সে-সব কবিতা হয়ে ওঠে না ।