এপ্রিল ২০, ২০২৫

খুব জানতে ইচ্ছে করে

0

খুব জানতে ইচ্ছে করে

রকিবুল ইসলাম

মহারাণী!

খুব জানতে ইচ্ছে করে!

তোমার আকাশে ধ্রুব তারার দল এখনো আলোকসজ্জার আয়োজন করে কি-না।

খুব জানতে ইচ্ছে করে! 

আজো আনন্দ পেলে এখনো তুমি মুক্ত ঝরা অট্টহাসিতে ফেঁটে পড় কি-না।

তোমার মুখমন্ডল বাদামী বর্ণ ধারণ করে কি-না।

খুব জানতে ইচ্ছে করে! 

দুঃখ পেলে আজো তুমি শিশুর মত শব্দ করে ডুকরে কেঁদে উঠ কি-না। 

ঘোর অমাবস্যার ঘন,গাঢ় নিম রজনীতে আজো তোমার মুখাবয়ব কালো মেঘে আচ্ছাদিত হয় কি-না।

খুব জানতে ইচ্ছে করে!

প্রবল ঝড়ের রজনীতে তোমার মনন

স্বপ্ন ভঙ্গের বেদনায় আরো ব্যথাতুর হয়ে উঠে কি-না।

শীতের প্রভাতে আজো তুমি রৌদ্রস্নান কর কি-না।

খুব জানতে ইচ্ছে করে!

এখনো বরষার অবারিত বারিধারায় তোমার সমস্ত অঙ্গ ধৌত কর কি-না।

শরতের শিশির ভেঁজা ভোরে অথবা সন্ধ্যার নিহারীকার উপর দিয়ে হেঁটে বেড়াও কি-না।

খুব জানতে ইচ্ছে করে!

দখিনা হাওয়ায় শাড়ির আঁচল 

উড়াও কি-না।

পাখির কূজনের সাথে তাল মিলিয়ে

অস্ফুট স্বরে গেয়ে উঠ কি-না! 

খুব জানতে ইচ্ছে করে!

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *