ফিরে পেয়েছি মেয়েবেলা

ফিরে পেয়েছি মেয়েবেলা
শামীমা খালিদ শাম্মী
আবার আমি যেন ছোট্ট হয়ে গেছি
ফিরে গিয়েছি আবার মেয়েবেলায়,
হয়েছি মায়ের ছোট্ট আদুরে মেয়ে,
খাবার নিয়ে ছুটছে পিছু,আদুরে বকুনী
শাসন বারণ নিয়মে ভালো রাখার চেষ্টা।
মায়ের আঙ্গুল ধরে হাঁটতে শিখছি আবার
খাবার খাইয়ে দিচ্ছে পরম মমতায়,
আঁচলের ছায়া জড়িয়ে রাখছে যত্নে আমায়,
নির্মল হাতের স্পর্শে রূপকথার গল্পে
ঘুম পাড়াচ্ছে প্রতি রাতে আগের মতো করে।
ছোটবেলার মত গোছল করাচ্ছে
আঁচড়ে বেঁধে দিচ্ছে চুল,
বুকের পাঁজরে লুকিয়ে রাখছে,
চোখের পানিতে ভাসছে হারানোর চিন্তায়
এই তো আমার অসুস্থতার প্রাপ্তি।
দায়িত্ব ব্যস্ততার জীবন ছেড়েছি
ফিরে পেয়েছি মেয়েবেলার সেই আমিটাকে,
শুধু নেই সেই দুরন্তপনার হাস্যোজ্জ্বল মুখটা,
স্মৃতির গল্পে সাক্ষী আমার ডানপিটে মেয়েবেলা
এখনকার আমিটা অসুস্থতায় বিছানায় পড়া।