এপ্রিল ২০, ২০২৫

কবিতার অন্ত্যমিল

শাহনাজ পারভীন মিতা

সময়কে পিছনে ফেলে আমি

হেটে চলেছি পথ দূর বহুদূর,

সীমার মাঝে অসীমে কে তুমি

বাস তোমার নিভৃত অচিনপুর।

যেখানে বাঁশির সুরে সুরে

অবাক বিস্ময়ে সময় প্রহরে,

নেচে চলে মন ,নেচে চলে বৃক্ষলতা

কখনও গহন থেকে গহনে বকুলকথা।

নীল পাহাড়ের নিঃসীম পর্বতচূড়া

চারিদিক শূন্যতায় মন পাগলপারা,

ঝর্নার জল কুলকুল নদী বয়ে চলে

নৈঃশব্দ্যের মাঝে শব্দেরা কথা বলে ।

কখনও কবিতা কখনও গান

জীবন আঁধারে মুক্তির কলতান,

মানুষের মাঝে কোন সে মানুষ

আকাশে প্রবারণা পূর্ণিমার ফানুস।

আলোয় আলোয় আকাশ বর্ণীল

পৃথিবীর বুকে কবিতার অন্ত্যমিল।

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *