বাসন্তী’র খোঁজে

বাসন্তী’র খোঁজে
রকিবুল ইসলাম
আজ এতগুলো বসন্ত পার করে এসে এখনো আমি বাসম্তী’র খোঁজে।
জীবনের এই পর্যায়ে এসে আমি এখনো নিরাশ,এখনো হতাশ।
এখনো আমি নিঃসঙ্গ,অ’সহায়, একাকী একজন দিক হারা নাবিক,পথহারা পথিক।
হারানোর বেদনা আর না পাওয়ার হতাশা এখনো আমাকে কুরে কুরে খায়,তীলে তীলে গ্রাস করে।
সুতীব্র আকাঙ্খার বিপরীতে অপ্রাপ্তির এত দুঃখ আমাকে মর্মাহত করে এখনো ঠিকই পূর্বের ন্যায়।চারিদিকে নিরাশার ধূধূ বালুচর।
দূর্দশা গ্রস্থ কালের কালো চোরা স্রোতে আমি তলিয়ে গেছি,হারিয়ে গেছি চোরাবালিতে।
এই নশ্বর ধরিত্রীর মিথ্যা মরিচীকা,মিছে মায়া এখন আর আমাকে টানে না।
দুঃখিত,ভুল বললাম,এখনো টানে।
এখনো দেখতে মন চাই চিরচেনা সেই মুখ,সেই অবয়ব,সেই সুখ-স্বপ্ন।
এখনো কোন উদাসী বিকেলে,ভেজা ভেজা বাতাসে, গোধূলি বেলার রক্তিম আভায় স্নাত হতে চাই আমার মন,আমার প্রাণ।
আমি এখনো স্বপ্ন দেখি তার হস্ত যুগলে শৃঙ্খলিত হয়ে শিশির ভেজা দূর্বা ঘাসের উপরে হাঁটতে।
আমার সমস্ত সত্তা সিক্ত হতে চাই তার ভালবাসার সুশীতল পরশে,বাঁধা পড়তে চাই তার উঞ্চ আলিঙ্গনে। আমারো পরাণ চাই সেই বিশেষ কাউকে সঙ্গী করে হারিয়ে যেতে কোন দূর অজানায়।
আমারো হিয়া চাই বনাণীর মাঝে তার সাথে ঘুরতে,পাখ-পাখালির কূজন শুনতে,নদীর কূলে তার হাত ধরে হাটতে,সাগরের বুকে হারিয়ে যেতে।
আমি জানি,এই সাধ পূরণ হবার নয়।
তবে,তবুও স্বপ্ন দেখে আমার অবাধ্য মন-“যদি একদিন,কোনদিন সে আসে ফিরে মোর হৃদয়ে,যদি সুখ আসে পথভুলে।”