মোমের মতো জ্বলজ্বলে হৃদয়

মোমের মতো জ্বলজ্বলে হৃদয়
শাহনাজ পারভীন মিতা
জলকে জল বলতেই
পিচ ঢালা পথের মতই মসৃণ
আমার ভাবনার প্রান্তর।
কখনও জমির আল পথে চলি
প্রয়োজনে খুব সাবধানে পা ফেলি,
যেনো পিছলে না পরি
পা যেনো মচকে না যায় ।
তবুও চাইলেই তো সব মেলে না
ফুলশয্যা কখনও কন্টকশয্যা হয়,
তুলতে হয় ধীরে খুব ধীরে
একটি একটি কাঁটা !
তবেই সে শয্যায় বাসর রচনা করা যায়।
এই যে জীবন হাসি গান আনন্দ
কত রঙ বেরঙের ঝর্ণার আলো,
অন্ধকারের বুকে জ্বলজ্বল করে
মেট্রোরেলের মতই আঁধারের এই শহরে।
সেখানেও বাস করে ঘন অন্ধকার
হিংস্রতায় লুকিয়ে হিংসার দাবানলে।
তবুও চাই মোমের মতই জ্বলজ্বলে হৃদয়
পুড়ে পুড়ে সে কতই না আলো বিলায় ।