তুই যদি আমার হইতি রে!

তুই যদি আমার হইতি রে!
রকিবুল ইসলাম
আমার এই পাগল প্রায় উন্মাদ মনটারে,
বেঁধে রাখতে আর পারি না যে!
বারবার ডানা ঝাপটে শুধু তোর সমীপে,
উড়ে যেতে চাই মুক্ত বিহঙ্গ হয়ে।
যদি তুই থাকতিস আমার বক্ষের কোঠরে,
বাসতাম ভাল, রাখতাম সোহাগ ও আদরে।
বেনুনি করতাম তোমার মসৃণ দীঘল কেঁশে,
বাঁধতাম খোপা হাসনা হেনার মালা গেঁথে।
ভ্রমর আসতো ছুটে তার মোহনীয় সুরভীতে,
করতাম আদর বসিয়ে কোলে অতীব যতনে।
সকল জরা, সকল তমসা যেত ঘুচে,
আলোর মেলা বসত সেথা নিশীথ কালে।
হত আপ্লুত!ফুটতো হাসি আঁধারের বুকে,
জোনাকি তারার সেই আলোর মহা সম্মেলনে।
ধুলো মাখা পথে তুই হাটবি বলে,
গাঢ় সবুজ ঘাসের গালিচা দেব বিছিয়ে।
তবুও তুই হইলি না আর আমার,
মিশলি না আমাতে একান্ত আমার হয়ে।
তুই যদি আমার না হবি রে,
আসবো না ফিরে কভু ধুলোর পৃথিবীতে।
ইশ্! তুই যদি আমার হইতি রে!