শুষ্ক শীতের আহাজারি
শুষ্ক শীতের আহাজারি
নাজিয়া আফরিন
মন খারাপের তরবারি তে কাটবি নাকি মনটাকে,
শীতের রাতে হু হু করা হিম বাতাসের ঝাপটাতে,
বুঝবি তখন বুঝবি রে তুই, একলা একার শহরটা,
কেমন কেমন যেন ঝাপসা চোখে, জল ঝরছেই অযথা।
গাঁদা ফুলের রঙীন রঙে মন নাচে না আর বৃথা,
লিলি, টগর, হাসনাহেনা ফুলগুলো আর হাসছেনা,
দামাল ছেলে মায়ের বুকে মায়ার টানে ভিড়ছে না।
সবাই যেন কেমন কেমন, একলা আমি পারছিনা,
খেই হারানো জীবনটাকে মন থেকে আর চাইছি না,
কেমনে গেলো জনম আমার কেমনে গেলো জোয়ারটাও,
ভাটার টানে যাচ্ছি ভেসে, শেখালি না সাঁতারটাও।
কোথাও কোনো খঁড়কুটো নেই, যেটা কিছু আস্থা দেয়,
যখন তখন মন খারাপের বায়না গুলোর পাত্তা দেয়।
প্রেম- মোহ নেই, শ্বাস ফেলবার জানলা গুলোও রুদ্ধ আজ,
নীল সায়রে কালো ছায়া দুঃখ গাঁথা মলিন সাঁঝ।
বিভো তুমি পার করে নাও, আরজি যত করছি নুয়ে,
সব বুঝে নাও, সব দিয়ে দাও, কালচে জীবন দাও গো ধুয়ে।
উজল আলোর পরশ পেতে ডাকছি খোদা এক ধ্যানেতে,
তৃষ্ণা কাতর রোজাদারকে সুসংবাদ দাও ইফতারিতে।