জানুয়ারি ১০, ২০২৫

বর্ষ বরণ

শামীমা খালিদ শাম্মী

স্বাগতম হে নতুন বছর

সকল গ্লানি সকল ক্লান্তি দূর করে

পূন্যস্নানে সুচিত হলো নতুন বছর,

আজ এই নব সূর্যোদয়ের শুভ ক্ষণে

সদা নতুনের গানে ভরে উঠুক জীবন।

নতুন বছর নতুন আলো নতুন সুচনায়

যুদ্ধ শেষে শান্তি আসুক ফিরে,

শান্তির স্পর্শে পৃথিবীর ফিরুক প্রাণ

পথ শিশুটা প্রতিদিন পাক গরম ভাতের ঘ্রাণ,

নারীরা ঘরে ফিরুক রোজ নিরাপদে

জাতি ধর্ম মিলে যাক একতার গানে।

লালসা হিংসা অহংকার বাতিলের খাতায় হোক

ধর্ষণ খুন গুম ঘরে তালা ঝুলানো থাক,

পুরোনো শোকের উড়িয়ে দিয়ে ছাই

নতুন স্বপ্নে নতুন ছন্দে শুভারম্ভ চাই,

স্বপ্ন বুনি এক নতুন পৃথিবীর।

যেখানে বাজবে না যুদ্ধের দামামা

থাকবেনা বিধ্বংসী বোমা মানুষের আর্তনাদ,

মৃত্যুর আতংক, প্রতিহিংসা সহিংসতা

থাকবে শুধু মানবতার শান্তির সুখ,

এমন পৃথিবী গড়ার প্রত্যয়ে

সবাই কে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

জানুয়ারি ১০, ২০২৫

About The Author

১ thought on “বর্ষ বরণ

  1. অত্যন্ত সুন্দরতম কাব্য প্রয়াস প্রিয় কবি…! অশেষ শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা জানবেন প্রিয়… সাহিত্যযাত্রা সার্থক হোক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *