শীতবন্দি শহর

শীতবন্দি শহর
তাহ্ মিনা নিশা
গেল কই সূর্যটা?
দেখা তো যায় না!
ঘোলাটে আয়না।
শীত শীত কাঁপে হাঁটু
ঠান্ডা পড়েছে।
দাঁতে দাঁত ঠকঠক
মাড়িতে ধরেছে।
ধুয়েছে যত কাপড়
পরশু বাড়িতে।
শুকায়নি একটুও
ঝুলছে দড়িতে।
পানি দেখে আসে জ্বর
স্নানে ভয় পায়।
সাতদিনে একদিন
জলে ডুব দেয়।
মাফলার,সোয়েটার
শালে ও জ্যাকেটে।
কোট প্যান্ট পরেও
হাতটা পকেটে।
রবি মামা দিয়ে হামা
যেদিন উঠবে।
সকলের শীত ভয়
সেদিন ঘুচবে।