আমি কবি নই
আমি কবি নই
শামীমা খালিদ শাম্মী
আমি কবিতা লিখিনা শুধু
মনের অনুভব গুলো লিখে প্রকাশ করি
কখনো মন খারাপের ছবি আঁকি
শব্দের চাঁদরে পরম আদরে,
কখনো আনন্দধারায় উদ্ভাসিত মনোহর
সুধায় ভরি জীবনের ছন্দমালা।
কখনো অভিযোগ রাগে ঝলসে দেই কথামালা
অগ্নি স্ফুলিঙ্গের ভাব ধারার বিন্যাসে,
কখনো অভিমানের দীর্ঘশ্বাস চুপকথার
ফুলঝুরি দিয়ে ভরি অব্যক্ত শব্দহীন ব্যথা,
কখনো অবহেলার অতলে গভীর অনুভবে
কলমের আঁচড়ে করি ক্ষরিত রক্তে অবগাহন।
কখনো মননশীল সাবলীল ভাবে সাজাই বাস্তবতা
নিজ বিবেকের দংশনে উজ্জীবিত হয়ে,
কখনো সাজাই গহীন মৃত্যুর ছায়ানাচ
লেখার ভাঁজে ভাঁজে নিপুণ শব্দ চয়নে,
কখনো নিরবে গাঁথি অন্তিম সুরের গান
হয়ে যায় কাব্য গাঁথা জীবন উপাখ্যান।
আমি জীবনের গল্প বলি
বুঝি না কবিতার ছন্দ মাত্রা তাল লয়,
কিছু ভাবনার বহিঃপ্রকাশ মিলে যায়
পাঠকের অনুভব অনুভতির সাথে,
তাই সবাই আমায় কবি বলে দেয় আখ্যান,
আসলে আমি কবি নই লিখে যাই জীবনের গান।