দুয়ারে সান্তাক্লজ
দুয়ারে সান্তাক্লজ
অরবিন্দ সরকার
সান্তা ক্লজ নামে বিশ্বে,সেন্ট নিকোলাস,
চার্চের বিশপ তিনি, ক্যাথলিক মতে,
তুরস্কের পাতারায়, তাঁর আদি বাস,
আমেরিকা উপাখ্যানে, উত্তর মেরুতে।
পাশ্চাত্য সংস্কৃতি অঙ্গ,ধর্মীয় বিশ্বাস,
প্রাচীন গ্রিসের গল্পে, দান ধ্যান খাতে,
বাড়ীর দোরগোড়ায়, আনন্দ উচ্ছ্বাস,
উপহারের সামগ্রী,বিলোন দুহাতে।
শ্বেত শুভ্র চুল দাড়ি, কৌতুকে আশ্বাস,
ঝোলা ভর্তি হাসিখুশি, শিশুদের সাথে,
বড়দিনের শুভেচ্ছা,কেকে ক্রিশ মাস,
আলোকিত পরিবেশ, শোভা মধ্যরাতে।
মাথে টুপি হাতে লাঠি, ঝোলায় সম্ভার,
কচিকাঁচা শিশুদের, প্রাপ্তি উপহার।