নদী
নদী
মীর ফয়সাল নোমান
নদী তুমি প্রবাহমান
তুমি যেন গোটা পৃথিবীর স্বপ্ন সারথি।
তুমি বয়ে চলো তোমার নিজ গতিতে।
কখনো কাউকে হাসাও আবার কখনো বা কাঁদাও।
আবার যখন তোমার মনে হয়।
তখন তুমি ভাসিয়ে দাও এক গ্রাম থেকে আর এক গ্রাম চালিয়ে তোমার ধ্বংসলীলা।
বন্যা হলে কিছু জায়গা ধ্বংস করে তুমি।
আবার তুমি কিছু এলাকা পলি দিয়ে করো পূর্ণ।
পলি মাটি জমি করে উর্বর
তোমার উপর গড়ে উঠেছে আধুনিক কিছু সভ্যতা।
ব্র্রিজ,সেতুর মাধ্যমে হয়েছে যোগাযোগ ব্যাবস্থা উন্নত।
আধুনিক জাহাজ, স্টিমার নৌজানের মাধ্যমে সার্বিক যোগাযোগের হয়েছে আরো উন্নত।
নদী তুমি বহমান তোমার তোমার বুক চিরে মানুষ করে জীবন জীবিকার সন্ধান।
নদী তুমি মানুষকে যেমন ডুবিয়েছো।
তেমনি দিয়েছো বৃত্ত ভৈভর আর্থিক সফলতা উন্নত ও সমৃদ্ধ জীবন।
তোমার মাধ্যমে অর্থনীতি হয়।
অনেক বেশি চাঙ্গা।
দেশের মানুষ তাই তোমার নিয়ে করে গর্ব।
নদী তুমি সর্বনাশা।
জোয়ারে মাধ্যমে কত গ্রাম তুমি ডুবিয়েছো।
তাই পরিশেষে বলি একটা
কথা তুমি যেন মানুষের
সুখ-দুঃখের সাথী।
তুমি যেন মানুষ উঠাও উপরে।
তেমনী তুমি মানুষকে নামাও নিচে।