ডিসেম্বর ২৩, ২০২৪

স্বাধীনতার গান

পারভেজ শিশির

একটি বাংলাদেশ, একটি পরিচয়

আমাদের দেশ, আমাদের প্রেম,

বৈশাখের ঝড়ে উন্মাতাল যে মাটি,

চৈত্রের খর-রোদে যে মাটি শুকিয়ে ওঠে—

ষড়ঋতুর স্পর্শে যে মাটি জাগে,

সেই মাটিতে বোনা হয়েছিল স্বপ্নের সুগন্ধী বীজ একদিন…

১৯৭১, এক স্বতঃস্মরণীয় অধ্যায়,

জাতীয়তাবোধে জেগে উঠেছিল আপামর জনতা…

নিপীড়নের চক্রভ্রষ্ট দিন ও রাতের স্লোগানে—

“স্বাধীনতা চাই, মুক্তি চাই, আমরা আমাদের অধিকার চাই…”

সেই সহজ স্বাধিকার, রক্তে কেনা অধিকার,

জাগরণের সুনিবিড় আত্মবোধে মেতে উঠেছিল এক দেশ—

বৈশাখ থেকে চৈত্র, র’ক্তমাখা মাটি

বুকে আগলে রেখেছিল লক্ষ প্রাণের আত্মাহুতি…

স্বাধীনতা-সৈনিকরা অপ্রতিরোধ্য দাঁড়িয়েছিল শৃঙ্খল ভাঙতে,

শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজেদের দুর্বলতাকেও পেরিয়ে—

যে দেশের প্রতিটি ইঞ্চি

মহিমান্বিত আত্মত্যাগের গল্প বলে আজও,

শিশুর মুখে গান, বয়স্কের কণ্ঠে ইতিহাসের পদাবলী…

১৬ ডিসেম্বর, এক আবেগাক্রান্ত দিন,

যে দিন সূর্য উঠেছিল নূতন মানচিত্রে

লাল-সবুজের মাঝে সেদিন গেঁথেছিল,

স্বপ্নের বাংলাদেশ, র’ক্তনন্দিত স্বাধীনতার মন্ত্রমথিত দেশ…

শহীদদের আত্মা যেন আজও আমাদের প্রেরণা,

চিরস্মরণীয় মানুষ, তোমাদের ত্যাগ বৃথা যায়নি…

তোমাদের র’ক্তে লেখা হয়েছে আমাদের বিজয়ের গান,

আমাদের ভালোবাসার, আমাদের অস্তিত্বের প্রাণময় সংগীত…

এই দেশমাতৃকার প্রেমে ভিজে ওঠে আমাদের হৃদয় মৃত্তিকা,

ষড়ঋতুর গানে, নদীর বুকে, ধানক্ষেতে,

জেগে আছে সেই দিনগুলোর সুললিত প্রতিধ্বনি—

যখন বিজয়ের পতাকা তুলে ধরেছিল আপামর দেশবাসী…

বিশ্বময় বাংলাদেশ, এক উজ্জ্বল ভ্রাতৃত্বের প্রতীক,

শিশুমুখী সৌহার্দ্যের দেশ, শস্য শ্যামলা সোনার বাংলাদেশ,

স্বপ্নের দেশ, যে দেশ সাক্ষ্য দিয়েছে—

“তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার…”

আর প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতের প্রজন্মকে

এ স্নেহমমতায় তুমি বেড়ে ওঠো অসংশয়…”

আমাদের দেশ, আমাদের প্রেম, আমাদের চোখের জলের দেশ,

স্বাধীনতা এসেছে লক্ষ প্রাণের আত্মাহুতিতে,

বিজয় এসেছে শুভাকাঙ্ক্ষিত সূর্যোদয়ের মতো,

একটি সুরম্য ভোরের উজ্জ্বলতায়…

আজও আমরা যারা বেঁচে আছি,

তারা যেন এই শহীদদের ভুলে না যাই—

তাদের আত্মত্যাগ আমাদের পরিচয়।

তাদের বীরত্বের গল্প আমাদের গৌরব,

আমরা শপথ নিয়েছি সুদৃঢ়—

“এক সাগর র’ক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা,

আমরা তোমাদের ভুলবো না…”

আমাদের দেশমাতৃকা,

তোমার জন্য এই প্রেম, এই মরণ,

এই প্রাণের নিবেদন চিরকাল—

তোমার জন্য এই বিজয়, এই সুর্যোদয়,

তোমার জন্যই আমরা এখনও একই মাত্রায় জেগে রয়েছি,

একই প্রেম বুকে নিয়ে, একই আকুলতায়…

তোমার প্রতিটি ধূলিকণা, প্রতিটি নদীর স্রোতমালা,

প্রতিটি বৃক্ষের ছায়া, প্রতিটি শিশুর মুখ—

সব যেন বলে যায়, গেয়ে যায়

এ দেশ আমাদের, এ দেশ ভালোবাসার…

ওগো প্রিয় বাংলাদেশ,

আমাদের দেশ, আমাদের প্রেম,

প্রথম থেকে শেষ—

আমরা তোমার সন্তান, তোমার রক্তধারা,

চোখের সামনে লাল সবুজের পতাকা অমলিন—

তোমার জয়গান চিরদিন কণ্ঠে গীত হোক…

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *