দেশ
দেশ
সম্পা আক্তার
বাংলাদেশে জন্ম মোর,
বাংলাদেশে বাস।
এই দেশেই করি আমি নিত্যবসবাস।
এই দেশে সবুজ শস্য শ্যামল
মাঠে ঘাটে ভরা,
তাই দেখে মুগ্ধ হয় কবিরা।
এই দেশের চারিদিকে
বয়ে গেছে নদী,
নদীর তীরে গড়ে উঠেছে
মানুষের বসতি।
মানুষের মনে স্বপ্ন অনেক
এই দেশকে নিয়ে
সোনার দেশ গড়বে তারা
কঠোর পরিশ্রমে।