নগরীর জ্যামছবি
নগরীর জ্যামছবি
তাহ্ মিনা নিশা
রাস্তা চলাচলে ব্যস্ত সকলেই
পথের দুইপাশ ট্রাফিকে আঁটসাঁট
চলেনা গাড়ি ঘোড়া থেমে যে আছে সব।
চললে সব চাকা জ্যামের পাবে মাপ।
ডাকছে হকারেরা লাগবে কিছু নাকি?
কলম ,ফুল ,ফল ,রুমাল , চকোলেট
বাদাম, ছোলা, বুট কিম্বা চার্জার।
কান্না জুড়ে দেয়া শিশুর আবদার।
সময় বয়ে যায় একই সিগন্যালে
ঝিমিয়ে পড়ে লোকে গাড়ির ভেতরেই,
জানালা দিয়ে দেখা বহন যান যত!
করছে হাঁসফাঁস সকলে বিরক্ত।
স্ট্রার্ট কোরে বন্ধ, ড্রাইভার
চিবায় পানপাতা,প্যাসেন্জার চুপ,
ব্যস্ত যাত্রীর যাচ্ছে হয়ে লেট।
ভাবছে, ঘুম দিয়ে উঠবে একচোট।
সবুজ বাতি জ্বলে উঠতে না উঠতে
শব্দ হর্ণের কানটা ফেটে যায়!
ট্রাফিক পুলিশের হাতের ইশারায়
সচল হয় চাকা, গাড়িটি প্রাণ পায়।