দেখো ভেবে
দেখো ভেবে
আমান উদ্দিন
কোথায় থেকে আসলাম ভবে
কোথায় যেতে হবে,
দুচোখ বুজে চিন্তা করে দেখো
ভেবে সবে।
সমস্ত সৃষ্টিকুল মানবজাতিকে
সৃষ্টি করলেন রব,
তিনির কাছে অদৃশ্য কিছু নাই
সদা দৃশ্যমান সব।
পিতা মাতার ঔরসে যেই স্রষ্টা
দেখালেন পৃথিবীর মুখ,
সেই খোদাকে ভুলে যাই পেয়ে
পার্থিব ক্ষণস্থায়ী সুখ।
আল্লাহপাক পাঠালেন দুনিয়ায়
পরকাল করতে জয়,
মোরা পাপিষ্ঠ পথে আকৃষ্ট হয়ে
তাহা করি ক্ষয়।
রঙ্গশালায় মত্ত হয়ে ভুলে যাই
রবের ঐশিক বাণী,
দয়াময় প্রভু আমাদের করেন
তবুও মেহেরবানি।
জীবদ্দশায় করে গেলে দয়াল
খোদার উপাসনা,
পরকালে স্বর্গে পূরণ করবেন
মনের সব বাসনা।