ডিসেম্বর ২৩, ২০২৪

শৈশব স্মৃতি

মোছা. আছিয়া আক্তার আছমা

কইরে আমার ছোটবেলা কইরে শখের ভেলা
কোন ঘড়িতে কাটলে কাটা ফিরবে ছেলে বেলা

কোথায় গেলো খেলাধুলা সব কিছু আজ স্মৃতি
শৈশবের পাতায় আজ বুঝি টেনে নিলাম ইতি।

স্কুল শেষে দেরি করা সকাল সকাল যাওয়া
এইদিন গুলো কখনো আর সম্ভব না ফিরে পাওয়া।

চোখে হারাই সকাল সন্ধ্যা দুষ্টমিতে কাটাতাম
আজ কি কেমন হয়ে গেলাম শৈশবেই ভালো ছিলাম।

লোকে বলত বেশি খেলে হবে বড় তারাতারি
এসব শুনে খেয়ে ফেলতাম এক হাড়ি খিচুড়ি।

এখন বুঝি আগে আনলে ছোট বেলাই রেখে দিতাম
সারা জীবন সবার থেকে স্নেহ ভালোবাসা পেতাম।

কইরে আমার ফল কুড়ানোর শখের বৈশাখি ঝড়
পেতাম যদি ফিরে শৈশব পেয়ে আলাদিনের বর।

ভুল ত্রুটিতে স্নেহ বাড়ানোর ছেলেবেলা আজ কইরে
কোথায় গেলে পাব তোমায় ঘরে নাকি বাইরে।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *