ভালো থেকো প্রিয়
ভালো থেকো প্রিয়
শামীমা খালিদ শাম্মী
সিঁদুর রাঙা আবীর মাখা প্রেম নিয়ে
কখনো নিরব হয়ো না প্রিয়,
ঠোঁটের কোণে হাসির উচ্ছল মোহনা রেখো,
চাহুনিতে মায়াময় অসীম ভালবাসায় থেকো,
কবিতা গানে সুরে জীবন ভরো
কখনো হয়োনা কথাহীন ভাষাহীন।
নি:শ্বাসের উত্তাল সিগারেটের ধোঁয়ার ঘ্রাণে
নিশিরাতে রাত জাগা গল্পের অভ্যাস ভুলে
বুকে তুমি নামক দীর্ঘশ্বাস বেখেয়ালি মনে
ভালো থেকো তুমি ভালোবাসায়,
অভিমান লুকিয়ে নব উষ্ণতার অভিসারে,
হাসি খেলুক সদা, স্বপ্ন সাজুক প্রাণে
শূন্য প্রাণে হোক উচ্ছ্বাসের সমাহার।
জীবন অংকের সব সমীকরণ মিলিয়ে
নতুন আলোয় ভীষণ ভালো থাকো,
বুকের বাঁপাশে একখণ্ড ব্যক্তিগত জমিনে
তোমার খেয়ালি ভাবনার ডানার
মাদক মাদক ঘ্রাণ শুষে স্বপ্নের বীজ বুনে
শতাব্দীকাল ধরে ভালো থেকো প্রিয়।