সেই মানুষ থেকে দূরে
সেই মানুষ থেকে দূরে
প্রিয়াংকা নিয়োগী
সেই মানুষ থেকে দূরে থাকো,
তোমার সাথে কথা বলতে এসে,
যিনি নিজেকে দেখায় বিশাল বড়ো।
সেই মানুষ থেকে থাকো দূরে,
ভার বাত্তিক নেই যার জুড়ে,
ছ্যাবলামি করে যেখানে সেখানে।
শুধুই স্বার্থের জন্য আসে যেই জন,
বুঝতে দাও তাকে,
আছে তোমার বোঝার নখদর্পণে।
দূরে থাকো সেই মানুষ থেকে,
মেশার ছলে যিনি দুঃখ দিতে আসে।
দেখে অপমানের নজরে ,
কাজের সাথে কথার মিল নেই যেখানে,
তার থেকেও চলো দূরত্ব বজায় রেখে।
তার থেকেও দূরে থাকো,
যিনি ছলনা করে প্রতিনিয়ত,
কালবৈশাখীর ঝড় এনে দিলো যত।
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না,
তোমার সম্মানকে কিভাবে নিয়ন্ত্রণ করবে!
একটু সাবধানের মার নেই বটে।
সময় নষ্ট করার জন্য আসবে অনেকেই,
বুঝে গেলে পাত্তা না দেওয়াই বড়ো সাবধানের।