তুমি বলেছিলে

তুমি বলেছিলে
ফারহানা আহম্মেদ পলি
তুমি বলেছিলে
নীল নয়,
কালো রঙের শাড়ীতে নাকি আমায় বেশি মানায়।
আমি সেদিন রাগ করেছিলাম।
তুমি বলেছিলে
লাল টিপ নয়,
কপালে কালো টিপ পরতে।
আমি শুনে
খুব মন ভারী করেছিলাম।
তুমি বলেছিলে,
চোখে যেন কখনো কাজল না পরি,
আমি তখন বাঁকা নয়নে তোমার পানে চেয়েছিলাম।।
তুমি বলেছিলে,
আমি যেন পায়ে আলতা না পরি,
শুনে আমি আরো মনঃক্ষুন্ন হয়েছিলাম।
তুমি বলেছিলে,
আমি যেন আর কখনো
সেজেগুজে তোমার সামনে না আসি।
আমি শুনে খুব কেঁদেছিলাম।
তুমি তখন বল্লে,
এতে কান্নার কি হলো?
আমি আরো জোরে কান্না করেছিলাম।
তখন তুমি বলেছিলে
আরে পাগলি।
তোমায় তো আমি
আমারই মনের রঙে রাঙিয়ে নিলাম।
তুমি আমার চোখে সেই সুন্দর,
যেখানে রয়েছে কেবলই আমার অন্তর।