এপ্রিল ২০, ২০২৫

শুধু একটু স্বাধীনতার জন্য

0

শুধু একটু স্বাধীনতার জন্য

জান্নাতুল মেহেকা মুন্নী

মুঠোফোনে প্রেমিকার মধুর আলাপন উপেক্ষা করেছি।

প্রেমিকার পায়ে পা রেখে চলা মধুর সময়,

খোলা চুলের ঘ্রাণ, গভীর নিঃশ্বাস

ভালোবাসাময় আলিঙ্গন,

সব, সব বিসর্জন দিয়ে রাজপথে নেমেছি।

কিচ্ছুনা, শুধু একটু স্বাধীনতার জন্য।

চায়ের দোকানের আড্ডা, ফোনের চ্যাটিং,

বন্ধু মহলের রমরমা সোনালি বিকেল

খেলার মাঠ, পড়ার টেবিল,

সব, সব বিসর্জন দিয়ে রাজপথে নেমেছি।

কিচ্ছু না, শুধু একটু স্বাধীনতার জন্য।

প্রিয় ঘর, শিমুল তুলোর বালিশ

নরম বিছানা,শৌখিন জীবনকে

বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটপাতে নেমেছি।

শান্তির ঘুম বিসর্জন দিয়ে

নির্ঘুম রাতকে সঙ্গী করেছি।

কিচ্ছু না, শুধু একটু স্বাধীনতার জন্য।

মায়ের হাতের সুস্বাদু খাবার ,

বাবার আদর মাখা শাসন,

বোনের খুনসুটি মাখা ভালোবাসা।

সব, সব বিসর্জন দিয়ে রাজপথে নেমেছি।

কিচ্ছু না, শুধু একটু স্বাধীনতার জন্য।

ক্ষমতার লোভ নেই, নেই টাকার

লোভ নেই বিলাসবহুল জীবন।

আছে একটি তৃষ্ণার্ত বুক

যে বুক স্বাধীনতার জন্য ছটফট করছে।

হ্যাঁ আমি এসেছি,

এসেছি স্বাধীনতার জন্য,

স্বাধীনতার জন্য আমি মায়ের শূন্য কোলে,

ফিরতে পারিনি।

বোনের ভালোবাসা অনাদরে অবহেলায়

গড়াগড়ি খাচ্ছে, তুলতে পারিনি।

বাবার শাসনের লাঠির একাকিত্ব

ঘোচাতে পারিনি।

প্রেমিকার অপেক্ষার অবসান ঘটাতে পারিনি,

আমি আর ফিরতে পারিনি।

সব কিছু ত্যাগ করেছি।

কিচ্ছু না, শুধু একটু স্বাধীনতার জন্য।

মায়ের স্বপ্ন, বাবার ভরসা,

বোনের মাথার উপরের শক্তিশালী ছাঁয়া,

প্রেমিকার মাথা রাখা কাঁধ,

একটি যৌবনে ভরা টগবগ করা

প্রাণকে বিসর্জন দিয়েছি।

কিচ্ছু না, শুধু একটু স্বাধীনতার জন্য।

শুধু একটু স্বাধীনতার জন্য!

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *