নিপা তোমার শহর
নিপা তোমার শহর
মো. মনির সরদার
নিপা তোমার ঐ শহরে
আমার যতো গল্প
আছে যদিও বাকি অল্প
জ্যামের – এই ব্যস্ত শহরে।
তোমার যতো অভিমান
চাপা কান্না
আমিও ভাগ নিবো
ভালোবাসার মন নগরীতে।
আমি মেখে নিবো
নিপা তোমার ঠোঁটের হাসি
তোমার ঐ শহরে
কখনো কাঠফাটা রোদ্দুর জড়ালে।
নিপা তোমার ঐ চাদরে
মাখানো আদরে দু’হাত বাড়ালে
আমি ছাড়বো না আর
তোমাকে।
এ মন অনুভূতির দেহ ঘরে
আমি ফিরবো বারবার
ভাসাবো দু’জন মন তোর মনে
আমি কাদবো না প্রেম ঘরে
রাঙাবো না দু-চোখ তোমাকে।
জীবন ইতিমধ্যে ক্ষয়ে
ক্ষয়ে আমার জমা ক্লান্তি
নিপা তুমি কতোটাই বা জানতে
যা চেপেছি আমি বুকের পাজরে।
নিপা তোমায় প্রতিদিন
হারাবার ভয় হয়
আমি তোমাকে বিয়ে করে নিবো
আমার সাজানো ঘরে।
ঐ শহরে দেখেছি তোমায়
আমি মায়া ভরা রূপে
তোমার হৃদয় উষ্ণতার
চাদরে মোড়ানো প্রেম।
শীতের কুয়াশায় জমে
উঠেছে পিঠার উৎসব
ভেজা এ মন ছুঁয়ে চলো
নিপা তুমি আমায়।
অনাদরে বোবা ভাষা
যদিও দাঁড়ায়, শত শর্ত
ততোটা তুমি,যতোটা ছুঁই আমি
কতোটা তোমার গোপনে।