আদরিণী বউ
আদরিণী বউ
আমান উদ্দিন
আমি যার সাথে বেঁধেছি সুখের ঘর
সে মোর আদরিণী বউ,
দুজন মিলে পণ করেছি জীবনমরণে
পরস্পরকে ছাড়বো না কেউ।
আসুক যত দুঃখ কষ্ট বেদনার আঘাত
থাকবো জীবনভর,
দেহে যতক্ষণ রূহ থাকবে কেহ হবো না
একে অন্যের পর।
প্রেম ভালোবাসা মান অভিমান সুখ দুখ
নিয়ে চলবে জীবন,
লোভ লালসা হিংসা ক্রোধ বিসর্জন দিয়ে
হয়ে থাকবো আপন।
মোদের প্রণয় সূত্রের ভালোবাসায় ফুটেছে
অমূল্য তিনটি ফুল,
মুকুল থেকে ফুল ফুটাতে আমার প্রেয়সী
অর্ধাঙ্গিনীই মূল।
তার আদর সোহাগ সেবা যত্নে ফুলগুলো
এখন ছড়াচ্ছে ঘ্রাণ,
আমার প্রাণের আদরিণী বউ তাইতো
সত্যি জানের জান।