প্রেমে মজেছি
প্রেমে মজেছি
শামীমা খালিদ শাম্মী
তোমার সাথে আমি উচ্ছলতায় হেসেছি
প্রাণ ভরে ভালোবাসতে শিখেছি,
মরমে মরেছি।
প্রতিশ্রুতি ময় আটপৌরে জীবন চেয়েছি
অনুরাগে ভরা হাসিমুখ পেয়েছি,
মধুমাখা সুখে ভেসেছি
প্রেমে মজেছি।
ভালোবাসার সাত রঙে হৃদয় ভরেছি
আমি তোমার হতে পেরেছি,
নিখাঁদ প্রেমে সেজেছি
সঙ্গী হয়েছি।
ব্যাকুলতা আর চোখের জলে ভিজেছি
হৃদয় তোমারি নাম লিখেছি,
অপেক্ষার প্রহর গুনেছি
তোমাকে পেয়েছি।
তোমার উষ্ণতার বৃষ্টি হয়ে ঝরেছি
মনের গহীনে সুর সেঁধেছি,
বুকে জড়িয়ে নিয়েছি
তোমায় ভালোবেসেছি।
তোমার মুখশ্রীতে আমার দৃষ্টি বেঁধেছি
তোমাকেই তনু মন সঁপেছি,
তোমার মায়ায় পড়েছি
তৃষ্ণা ভুলেছি।
প্রাণের পূর্ণতায় তোমার ছোঁয়ায় মিশেছি
প্রেমের রঙে নিজেকে রাঙিয়েছি,
আমাকে তুমিময় করেছি
স্বপ্ন দেখেছি।