নীতিহীন স্বার্থপর
নীতিহীন স্বার্থপর
আমান উদ্দিন
স্বার্থের নেশায় মানুষ চিনতে চায় না
কে আপন কে পর,
স্বার্থসিদ্ধির তরে দ্বিধাবোধ করে না
ভাঙতে পরের ঘর।
স্বার্থপর স্বার্থের লালসায় হয়ে থাকে
পাষণ্ড বিবেকহীন,
অন্যের ক্ষতিসাধন করে নির্দ্বিধায়
হয়ে নীতিহীন।
অন্যের সাফল্য দেখলে হিংসা করে
বড্ড অখুশি হয়,
কথায় আচরণে অন্যকে কষাঘাত
অপমান করতে রয়।
নিজ স্বার্থে কোন কিছুতে থাকে না
নূন্যতম দ্বিধাবোধ,
স্বার্থপর মনুষ্যত্বহীন বিবেকবর্জিত
পাষাণ নির্বোধ।
স্বার্থপর স্বীয় স্বার্থে বন্ধু রূপে সাজে
কিন্তু বিষাক্ত মন,
স্বার্থ আদায় করতে পাশবিক হতে
নেয় না বেশিক্ষণ।
নীতিহীন স্বার্থপর হতে হয়ে যাও
হুশিয়ার সাবধান,
ধোঁকায় পড়লে কখনো পাবে না
খুঁজে সমাধান।