অজানা এক পথে
অজানা এক পথে
বিকাশ সাহা
নতুন এক জীবন, আজ নতুন এক সূচনা, স্বপ্নের রঙে মিশে আছে নতুন গতি, পেছনের সব ব্যথা, সব যন্ত্রণা ভুলে আমরা দুজনেই সামনে দিলাম পা, সকালের আলো- আর আমাদের এই ট্রেনে- চললাম অজানা এক পথে।
নতুন ভোরের রেশ, মনে নিয়ে আসে আশা, সুখের রঙিন কেশ- চললাম দুজনেই অজানা এক দেশ।
বাঁধন ছিঁড়ে মুক্তির দিশায়, হৃদয়ে লুকিয়ে থাকা স্বপ্নের দেশে, নতুন চাহিদা, নতুন স্বপ্নের কথা, জীবনের স্রোতে বয়ে চলে ভালোবাসার ধারা।
শূন্যতার গহ্বরে খুঁজে পাই একটু আলো, নতুন এক জীবন, নতুন এক প্রভাতের আলো।
গাছের সবুজ পাতা, নানা রঙের ফুল, নানান পাখির কোলাহল, প্রকৃতির কোলে খুঁজে পাই আজ নতুন আনন্দের বল- তাই চললাম দুজনেই অজানা পথে।
রেলপথের ধার হাঁটতে হাঁটতে ভাবি- জীবনের প্রতিটি ক্ষণে নতুন সুরের স্বাদ, মুছে ফেলি পুরানো সব দুঃখের রেশ, নতুন কিছু গড়ে তোলার জন্য আজ অঙ্গীকার রেখা।
চললাম অজানা পথে আমরা দুজনেই, শুরু হোক নতুন এক অধ্যায়, নতুন এক জীবন, আনন্দের সঙ্গম, নব নব রায়, নতুন এক জীবন নতুন আশা, আমাদের হৃদয়ে বাজুক একটু মুক্তির সুর, চললাম অজানা পথে- যাব মন চায় যতদূর, নতুন এক জীবনের গল্প, কবিতা, থাকবে আমাদের সাথে।
চললাম অজানা এক পথে।।