বহুদিন পর
বহুদিন পর
শাহনাজ পারভীন মিতা
অপু ,তোমায় দেখলাম বহুদিন পর
সবেমাত্র সূর্য ডুবেছে,নিউমার্কেটের সন্ধ্যায়
দোকানে দোকানে নিয়ন বাতি জ্বলে উঠেছে
তুমি দাঁড়িয়ে নিঃসঙ্গ একাকী বুক স্টোরের বাইরে।
আমি নির্মলেন্দু গুণের কবিতার বই পড়তে পড়তে
বাইরে তাকিয়ে তোমায় দেখলাম,
সন্ধ্যার আলো -আঁধারীতে
বড্ড ম্লান দেখাচ্ছে তোমায়
ক্লান্ত তোমার উজ্জ্বল দুচোখ।
অথচ বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল দিনগুলোতে
তুমি রইতে স্লোগানে মুখর,
অবিরাম তোমার গতি
আমরা দুজনের ঘর বাঁধার স্বপ্নও ম্লান হলো তোমার
মিছিল অবিরাম রাজনৈতিক উত্তাপে।
ছাত্র আন্দোলনের তুমি প্রথম সারিতে
ভালোবাসা প্রেম তোমাকে ভাবায় না
কখনও আচমকা কোন গোধূলি বেলায়
রমনা সোহরাওয়ার্দী বা টিএসসি তে
দুজন একসাথে গল্পে পথচলা
আমার নীল শাড়ীর আচঁল
কপালের টিপ চোখের কাজল
সবই ছিলো তোমার-ই জন্য।
কিন্তু তোমার সময় কোথায় তা দেখবার
তারপর আমি চলে এলাম আরেক জীবনে,
নতুন মানুষ সংসার কিন্তু
মনের মাঝে শুধুই তুমি।
আজ এত বছর পর তোমায় দেখে
মনে হলো মুক্তি দাও আমায়,
যে কবিতা আমি রচি তোমায় নিয়ে !