বালকের শরীরে ফসলি গন্ধ
বালকের শরীরে ফসলি গন্ধ
হোসেইন আজিজ
শীত রমনীর রকমারি আয়োজনে
কেঁপে ওঠে প্রাণবান চরাচর, মূর্তি
উলঙ্গ বৃক্ষেরা জেগে থাকে
প্রতীক্ষারত প্রেমিকের ন্যায়, ঠায় দাঁড়িয়ে
মাঝরাতের ওমসুখে বালকের শরীরে চলে
শিশিরঘামের খেলা
বোহেমিয়ান বালকের খেয়ালে ছিল না
পা’জামার তূণে জমেছে পলাতক সময়ের তীর
শরীরের অলিগলি ওগরাতে থাকে ফসলি গন্ধ
বালক জানতে পারেনি, কীভাবে সে কৃষক হয়ে উঠলো!