এপ্রিল ২০, ২০২৫

নীল খাম

মো. মনির সরদার

নিপা তোমার নামে
আজ একটি নীল খামে
আমি খুব যত্নে চিঠি লিখেছি,
হোয়াটসঅ্যাপ, ভাইবার আর ইমু, ফেইসবুক রেখে
কাগজ কলম ভালবেসে
কবিতা সাজিয়েছি।
তোমার হাতে আমার মুখের স্কেচ
তোমার নীল ড্রেস
মিষ্টি ঠোঁটের রাঙা হাসি,
সন্ধ্যায় লিকার কড়া
টঙ দোকানের চা।
কত না বিকেল কাশবন্য হাসি,
নিপা তোমায় ভালোবেসে
আমি মন প্রাণ তোমাকে দিয়েছি।
প্রেমের আনমনে তোমার
হাতেআমার আঙুল ফুটানো,
আমি ব্যাথা পেয়েও হেসেছি
হৃদয়ের অনুভবে।
লাইটের আলোয়
বাড়ানো চার পা,
তোমার হাতটা ধরে কত হেঁটেছি
এই রাস্তায়।
তোমার কাজল চোখের ভাষায়
আমি শুধুই তাকিয়ে রই
নিপা তোমার মুছকি হাসি
প্রেমের জুসে ঠোঁট রাঙিয়ে
আমার উপর তোমার রাগ।
রংধনুর বিকেল সাজে
লিখেছি আমি তোমার গান
মন পরিবেশ নগরী ছুঁয়ে
হেঁটেছি দুজন ডুবন্ত ভালোবাসায়।

জীবন অনুভূতির সুরে
আজ তোমার নামে
নতুন একটি গান করেছি,
রাত জাগা ঐ হেডফোনে
তোমার কানে কানে
নীল খামের জবাব চেয়েছি।
নিপা তুমি
টঙ দোকানের চা খেতে এসো
দুজন ভালোবেসে আগলিয়ে রাখবো দুজনকে দৃঢ়তার বন্ধনে।
হোয়াটসঅ্যাপ আর ভাইবার, ইমু
ফেসবুকে চলুক দিনভর প্রেম
আমি কাগজ কলম ভালোবেসেছি
শুধু তোমার মন ছুঁয়ে যাবো বলে।

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *