মা
মা
নিপুণ কৃষ্ণ রায়
জননী,
তুমি আমার জন্মদায়িনী।
কত বেদনা সহ্য করে,
আনলে মোরে ধরণী পরে।
তবুও তোমার চিন্তার নেই শেষ,
যেন আমি কষ্ট না পাই এক নিমেষ।
তুমি কাটিয়েছ জেগে কত রাত কালো,
যখন আমার শরীর থাকতো নাকো ভালো।
আমার থেকে দূরে রাখো তুমি আছে যত দুর্জন,
আমাকে তুমি করতে চাও অনেকের মাঝে একজন।
সংসারে তুমি কত ত্যাগ স্বীকার করো,
যেন আমি হতে পারি অনেক বড়।
হাজার কষ্টের মাঝেও আমার দিকে চেয়ে,
হেসে উঠলে তুমি আমায় কাছে পেয়ে।
তোমার মত মমতাময়ী হাজার খুঁজেও পাবো নাকো আমি,
আমার কাছে তুমি স্বর্গের চেয়েও দামি।