মায়ের মত আপন কেহ নাই
মায়ের মত আপন কেহ নাই
মোঃ সওকত ইসলাম শাওন
মায়ের মত আপন কেহ নাই,
জগৎ জুড়ে খুঁজেও পাই।
তার স্নেহে বাঁধা আমার মন,
প্রাণে জুড়ে আছে তার সজন।
বিরহের রাতে মায়ের স্মৃতি,
ভুলিয়ে দেয় সব ব্যথার নীতি।
তার কোলে ছিল সুখের বাসা,
স্বপ্নের মতো স্নিগ্ধ ভালোবাসা।
মা আমার হাসির সাগর,
বুকের মাঝে যত্নের কাব্য নির্ঝর।
তাহার আঁচলে যে ঘ্রাণ পাই,
জীবনের রঙিন পথে খুঁজে যাই।
মা তো আমার মনের আলো,
তারই মায়ায় লাগে নতুন ভালো।
জীবনের যত সোনালি ছায়া,
মায়ের ভালবাসায় মেলে উপায়।
মায়ের মত আপন কেহ নাই,
তাহার হাসিতে ঝরে সুখের জোয়ার।
মায়ের স্নেহে পূর্ণ হৃদয়টাই,
জীবনের পথে তারই আদর সঞ্চার।