নীতির দূর্ভিক্ষ
নীতির দূর্ভিক্ষ
আসাদুজ্জামান খোকন
চলে যখন ক্ষমতার বড়াই
নিজের মতো করে।
বিধানের তোয়াক্কা নাই
মানে কেমন করে?
সবাই বড়ো হতে চায়
মিথ্যে বুলির ছড়া।
সমাজটা যে নিমজ্জিত
ভরে যাচ্ছে ধরা।
জ্ঞানী-গুণী পালিয়ে থাকে
নিজের মতো করে।
কেমনে স্রষ্টার রহমত আসে
আসছে বিপদ ধেয়ে।
কেমনে তবে ভালো হবে
দেখায় যত বাহানা?
রাজনীতিতে ভোগের আশা
নীতিতে মনস্কামনা।
যেমন প্রজা তেমন রাজা
এটা বিধির নীতি।
ভাল-মন্দ আজীবন দ্বন্দ্ব
শুধু নিষ্কাম প্রীতি।
মানবতা লৌহ কপাটের
আবদ্ধ কারাগারে।
মনুষ্যত্ব তখন অসহায়
হৃদয়ে অশ্রু ঝরে।