প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত
মো. ইসহাক মিয়া
অন্ধবিশ্বাসে ডুবেছি প্রেমমায়া ঘোরে,
অকারণে দোষী করে ছেড়ে গেলে মোরে।
উৎসাহে কেড়ে হৃদ্ ছলনার জালে,
নদী হতে তুলে মোরে সাগরে ডুবালে।
অতি যত্নে ভেঙে দিলে বক্ষের পাঁজর,
আজো খুঁজে পাইনি কী লাভ হলো তোর।
বিরহ ব্যথায় আজ কাঁদে না’কো হিয়া,
শত যাতনায় তব গিয়েছি ভুলিয়া।
হয়ে গেছে হৃদ্ মোর আঘাতে পাথর,
শত বেদনায় আজি হয় না কাতর।
জাগি না’কো নিশি, আঁখি বারির বর্ষণে,
চাহে না’কো যেতে মনে তোমার দর্শনে।
জন্ম বাঁধন করিলে ছেদ ভুলে মায়া,
আমি ভুলে গেছি স্মৃতিসহ তবে কায়া।
দেরিতে হলেও নিজ শুধিতে পেরেছি,
তব আস্থা শত ধোঁকা যদিও খেয়েছি।
কত রাতি জেগে কাটে আওড়াই স্মৃতি,
সেথায় তব প্রতি আজ নেই বিন্দু প্রীতি।
মনে আছে গাঁথা শুধু আঘাতের চিহ্ন,
ভুলি নাই ভুলব না এ স্মরণ ভিন্ন।
প্রেয়সী না ঘাতকিনী রূপে আছো তুমি,
তাই বলে রবে নাকো হৃদ্ ভূমি চুমি।
কাঁদালে কাঁদিতে হয় জগতের রীতি,
বিলীন হৃদয় হতে তব সব স্মৃতি।
মোহে ডুবে গিয়েছিলে রবে চির সুখে,
উড়ন্ত শুনেছি বার্তা আছো নাকি দুখে?
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি