ডিসেম্বর ২৩, ২০২৪

আমরা, এই নক্ষত্রের মানুষেরা

0

আমরা, এই নক্ষত্রের মানুষেরা

হোসেইন আজিজ

কেউ মইরা গেলে তার প্রতি উথলায়া ওঠে অনুরাগ
আর ঊর্ধ্বগামী হইতে থাকে প্রেমের পারদ
আমগো ভালোবাসা ছুঁইয়া যায় আকাশের গতর
আক্ষেপ কইরে জিগাই – লোকটা কীভাবে ম’লো!

পুঁতিগন্ধে ভুরভুর করা আমাগো জীবন্ত শরীল
অথচ মৃতের দেহেতে ছিটাই সুগন্ধি আতর
লাশের গলায় পরাইয়া দেই পুষ্পের মালা
আমরা মরণোত্তর দিয়া থাকি –
বুকার, অস্কার, নোবেল আর
এই বঙ্গের একাডেমি, একুশে, স্বাধীনতা পদক!

আমরা বেবাকতেরে ভালো থাকতে কই
কিন্তুক কেউ কাউরে রাখি না ভালো
নেই না খোঁজ কারও যাপিত জীবনের
ভুলেও জিগাই না – লোকটা কীভাবে বাঁইচা আছে!

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *