মুক্তি
মুক্তি
শরীফ উদ্দিন
তুমি মুক্তি খুঁজো যুক্তি তালে উক্তি করো ভার,
তুমি শক্তি আঁকো ভক্তি টানে মুক্তির সম্ভার।
তুমি সরলা হও অবেলা লগ্নে তৃপ্ততার আভাসে,
আমি অনন্য হই তাই তো মুগ্ধ প্রীতির পরশে।
তুমি এ ঘাট হতে ও ঘাট চলো দুরন্ত হাওলা লয়ে,
আমি এই তো সাহস মুক্তির বার্তায় স্বস্তির আলয়ে।
তুমি উজালা মনে চলো আজিকে চুক্তি করো মনে,
আমি আনবো শান্তি রুখবো জ্বালা মুক্তির এ পানে।
তুমি ওপার মুক্তি এপার খুঁজো তবেই যুক্তি সোজা,
আমি চিরমুক্তির পথ হালকা করি হটিয়ে মহাবোঝা।
তুমি ক্লান্ত মনের দীপ্ত সুখ যদি পাও সে আশে,
আমি হাসির পুলকে মুক্তি বরণ নিভৃতে ভালোবেসে।
তুমি সাদা দিলে কাদা মাখি করো তবুও মনানন্দ,
আমি আকাশ পানে সুখাভাস পাই পাই না কোন দ্বন্দ্ব।
তুমি বেলা হতে অবেলার প্রহর গুনো সে মুক্তির টানে,
আমি মুক্তি নিবোই যে উক্তি ঢের শান্তির কুহুতানে।
তুমি অনামিশার ঘোর উপরে ফেলো নির্মল আভায়,
আমি পুলকিত হই মুক্তি নামক স্নিগ্ধ ছোঁয়া বার্তায়।