কত রঙের মানুষ
কত রঙের মানুষ
আমান উদ্দিন
কত রঙের মানুষ আছে এই
ভবের মাঝে,
দুনিয়ার মোহে পড়ে মানুষ
কত রূপে সাজে।
কেউ সাজে পেটের দায়ে পাতে
দিতে দুমুঠো অন্ন,
দিবানিশি পরিশ্রম করে জীবন
করে বিপন্ন।
মানবতার সেবক সেজে কেউ
নিজ পকেট ভরে,
আলাদিনের চেরাগ পেতে কেহ
অসৎ ধান্দা করে।
সাধু সন্ন্যাসী সেজে কেহ খারাপ
চরিত্র করে গোপন,
কেউ সত্যিকারের খোদায় ভীরু
সংসারে নাই মন।
দান খয়রাত করে কেউ সাজে
লোকচক্ষে দানবীর,
কেহ রাজনৈতিক নেতা সেজে
কার্যকলাপ সন্ত্রাসীর।
মুখোশপরা ভদ্রলোক সেজে কেহ
করে পরের ক্ষতি,
অন্যের সম্পদ আত্মসাতে কারো
সদায় থাকে মতি।
কেউ নারীলোভী প্রেমিক সেজে
নারী ধর্ষণ করে,
নেশাগ্রস্ত হয়ে কেহ মাতাল রূপে
রাস্তাঘাটে ঘুরে।
যে রঙেই চলুক মানুষ নিজেকে
হতে হবে সাবধান,
প্রতারিত হয়ে গেলে মিলবে না
কোন সমাধান।