অসাধ্য চেনা
অসাধ্য চেনা
আমান উদ্দিন
কারো সুন্দর চেহারা দেখে বলা যাবে না
খুবই চরিত্রবান,
বহু কুশ্রী চেহারার মাঝেও মহৎ গুণাবলী
থাকে বিদ্যমান।
চেহারায় যদি মানুষকে যেতো সত্যিকার
জানা ও চেনা,
পৃথিবীতে কমে আসতো মানব সৃষ্ট সমস্যা
আর প্রতারণা।
বহু মানুষের আচার আচরণ লোকদেখানো
কিন্তু অন্তর কালো,
কারো কড়া মেজাজ মন মানসিকতা থাকে
অত্যন্ত ভালো।
জগতে বহু মানুষ বন্ধু সেজে স্বার্থের টানে
কাছে আসে,
স্বার্থ আদায় করে বন্ধুত্বকে জলাঞ্জলি দিয়ে
বিমূর্ত রূপে হাসে।
ছন্দবেশী সাজে মানুষ ধরায় অসৎ ধান্দা
থাকে মনে,
সেবকের লেবাসে যে কারোই ক্ষতিসাধন
করে সন্তর্পণে।
পৃথিবীতে মুখোশধারী মানুষ চেনা বিষম
কষ্ট সাধ্য,
ঘুমের ভানে সজাগ থাকলে ঘুম ভাঙ্গানো
যেভাবে অসাধ্য।
কারো চেহারা দেখে করো না ভালোমন্দের
কোন বাছ-বিচার,
যাচাই করো আচার আচরণ ও মানবিক
গুণাবলী ও শিষ্টাচার।