রেখো মোরে সাথে
রেখো মোরে সাথে
রবি বাঙালি
ওহে প্রিয় জন ভাবে সদা মন
শুধুই তোমায় পেতে,
রেখে সব কাজ করে যত সাজ
রাতদিন থাকি মেতে।
তুমি ছাড়া আমি ধুধু মরুভূমি
নেই কিছু আর ভবে,
তোমা খুঁজি সখা,মেলে না যে দেখা
আর কত দূরে রবে।
দমে দমে রও নাহি কিছু কও
অভিমানে কাঁদে প্রাণ,
তুমি হীনা প্রিয়া বিষে ভরে হিয়া
জম দূতে নেবে জান।
ভুলে যাও সবে বর দাও তবে
মনের দরজা খুলে,
যত আছে পাপ করে দাও মাপ
নাও মোরে বুকে তুলে।
ভয়ে কাঁপে বুক করে ধুকধুক
বাড়াও হে দুটি হাতে,
জীবনের পথে প্রতি পদে পদে
প্রিয়ো রেখো মোরে সাথে।
অসাধারণ আয়োজন