এপ্রিল ২০, ২০২৫

মানবজীবন

আমান উদ্দীন

একমুঠো খাদ্যের জন্য মানুষ
কত কষ্ট করে,
দৈনন্দিন কাজের সাথে সদায়
পাঞ্জা লড়ে।

কেহ জীবন কাটায় মানবেতর
কারো ভোগবিলাসে,
চোখের জল কারো নিত্যসঙ্গী
কেহ সুখের বন্যায় ভাসে।

কেউ রীতিমত পায় না খাবার
উপবাস থাকতে হয়,
মুখরোচক খাদ্য টেবিলে রেখে
কেহ সেলফি তুলতে রয়।

হাড়ভাঙ্গা পরিশ্রম করে কেহ
জীবনযুদ্ধ রণে,
জীবনভর দারিদ্রতা লেগেই
থাকে কারো সনে।

খেয়ে পরে বাঁচার জন্য মানুষ
কত ধান্দা করে,
জীবনযুদ্ধে পরাজিত হয়ে কেহ
অকালে ধুঁকে ধুঁকে মরে।

নিরূপায় হয়ে কতই মানুষেরা
ভিক্ষাবৃত্তি করে,
রাতারাতি বড়লোক হতে কেহ
অসৎ পন্থা ধরে।

যেই ভাবেই চলুক মানবজীবন
চললে সৎ পথে,
আত্মমনোবল আর অধ্যবসায়
জয়ী করে জীবনরথে।

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *