খুব কাছে আসতে নেই
খুব কাছে আসতে নেই
মাবিয়া খান সনি
কারো খুব কাছে আসতে নেই।
এই যে দূরের আকাশ দেখো,
কতোই না সুন্দর,
কাছে গেলে দেখবে
তাঁর বুকে শুধুই শূন্যতা।
দূর থেকেই নীলিমার মতো
কাছে গেলেই ভয় হয়,
গিলে খাবে না-তো।
দূর থেকে পাহাড় দেখো,
কি বিশালতা আছে তাঁর মাঝে।
কাছে গেলে দেখবে তাঁর বুকেও ঝড় উঠে
সর্বদা সেও থাকে কান্নারত।
তাইতো ঝর্ণা, শুধু বইতে থাকে অনবরত।
আর মানুষের খুব কাছে কখনোই আসতে নেই।
মানুষ বারংবার দূর থেকেই সুন্দর।
কাছে গেলেই, এই যে বুকের ভিতর
একলা নদী শান্ত ভীষণ,
শীতল জলের মতো।
হৃদয়ের ম্যাগমা ঠান্ডা লাভায়
পরিনত হয়ে অভিমানের পাহাড় হতে থাকে।
কাছে থেকে কেউ দেখে না
কেউ দেখে না, কার বুকে কতোটা পাহাড়।
কার বুকে কতোটা শীতল জল।
কতদিন উঠে না ঢেউ ওই হৃদয় সমুদ্রে।
তাঁর চেয়ে বরং দূরেই থাকা ভালো
কাছে গেলে ভুল নিয়েই টানা হেচড়া।
জীবন মানেই তো শুধু ভুলেরই আখড়া!