বৃষ্টি ভেজা সন্ধ্যায়
বৃষ্টি ভেজা সন্ধ্যায়
মো. মনির সরদার
বৃষ্টি ভেজা এই
ঘুম ভাঙ্গা শহরে
ঝিঁঝি পোকার সন্ধ্যায়
তোমার ঘ্রাণে
আমি বাংলায় কাব্য লিখি।
একাকী স্বপ্ন আমার যায়
হাসি আর ঝিঁঝি পোকার সুরে
তবুও আমি তারায় তারায়
তোমাকে খুঁজি।
আমার স্বপ্নগুলো হারিয়ে
যায় সময়ের স্রোতে
তবু ব্যথায় চিৎকার করি
আধারের ভাবনায়।
হৃদয়ের ফুল
ঝরে ঝরে যায়
জীবনের কবিতায়
হয়না আমার কখনো আর পড়া
সময়ের অভাবে।
রঙিন ছবি সব বিমূর্ত হয়
যায়না বোঝা
ভালোবাসার মন
পায়না সুখের ঠিকানা।
দুঃখ শুধু
আমার হয়ে যায়
সুখগুলো আজ আমার
জীবন ছেড়ে পালায়।