ডিসেম্বর ২৩, ২০২৪

মায়ের নকশি কাঁথা

0

মায়ের নকশি কাঁথা

সাদিয়া আফরিন

খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে রই
মা তোমার তোলা প্রতিটি ফোঁড়ে,
প্রতিটি লাইনের স্পর্শের মাঝে মাঝে
কতো ব্যাথা রেখেছো ধরে।

শুরু থেকে শেষ বুনেছো তো বেশ
তোমার জীবনের লুকানো সব কথা,
ফুল, পাতা আরও কতো শত নকশায়
গড়েছো রঙ,বেরঙের নকশি কাঁথা।

তোমার চোখও যে স্বপ্ন দেখে রোজ
হাজার নকশায় তার প্রকাশ,
ক্লান্ত হয়েও বুনে চলেছো প্রতিক্ষণ
নেও না একটু অবকাশ।

হাতের আঙ্গুল আর তালুর দুই পিঠ
পরম যত্নে করেছো স্পর্শ,
প্রয়োজনের তরে বিকিয়ে দিয়েছো
ভোগ করছে সারা বিশ্ব।

তোমার মনের যতো দুঃখ আর সুখ
লুকিয়েছিলে তোমার নিখুঁত বুননে,
নকশিকাঁথা তোমার সঙ্গি ছিলো
ভাবের প্রকাশ করতে আপন মনে।

সংসারের মুখ চেয়ে সব করলে বানিজ্যিক
তোমার মনের স্বপ্নগুলো রইলো কাল্পনিক,
কে বা করে ভোগ মাগো তোমার শখের কাঁথা
সে কি বোঝে তোমার বোনা সুখ,দুঃখের কথা।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *