অক্টোবর ২৮, ২০২৪

নিস্তব্দ রাতের ভাবনা

0

নিস্তব্দ রাতের ভাবনা

নীলিমা শামীম

মানুষ সূখ চায়, অনুভবের গভীরতা চায়, আবার এই চাওয়াটা একা অনুভব করতে চায় না।

তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু সম্মুখে এলে দূরে দূরে,অথচ দূরে গেলেই নিজেকে নি:সঙ্গ অনুভব।

জীবন একঘেয়েমিতে পূর্ণ থাকে বলে বিপরিত কাউকে পেতে চায়।

ভালোবাসার শ্রেণী চরিত্রটাই হচ্ছে একটি কারখানা।

সেখানে যত বেশী স্মৃতি আর ভালোলাগা দেবেন, ততবেশী আক্রান্ত হবেন,

আর যত বেশী সন্দেহ দেবেন, তত বেশী ভয়ানক আক্রান্ত হবেন।

বড্ড বেশী চিন্তার দরকার।

আসুন, আমরা সবাই মিলে ভালোবাসার কারখানা

গড়ে তুলি।

এই নড়বড়ে জীবনে আমাদের কতটুকই আয়ু,

বেরহম ভালোবাসা আর নয়।।

নির্ভরতার মনোহর থাকতে হবে, কেননা সকল

নর-নারীর সম্নান উজ্জল, আঁচলের নিচে শান্তি প্রাপ্তি ।

হরেক রকমের মানুষ জগতে সহবাস করে তবে,

সংসার জীবনে, বন্ধু মহলে, প্রাতিষ্ঠানিক পরিবেশে,

দুজনের মুখ দুদিকে, এমনটি কারো কাম্য হতে পারে না।

প্রয়সীর ঠোঁটের কোনে হাসি লেগে থাকবে, কিন্তুু সে হাসিটুকু খাওয়া যাবে না।

মোহতেই যাদুকরী স্পর্শ থাকবে কিন্তুু ধরা যাবে না।

এমন ভাবনা আমাদের থাকা উচিৎ নয়।

জীবনে প্রাণবন্ত এবং ফুরফুরে হওয়াটাই খুবই জরুরী

কেন না সয়ং প্রভুই সৌন্দর্যের প্রেমে ডুবে থাকেন।

অক্টোবর ২৮, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *