বাতাসে দেয়া বাণী
বাতাসে দেয়া বাণী
মো. ইসহাক মিয়া
বঙ্গের গগণে হেরি আতঙ্ক আঁধার ,
বিকাতে সকল কিছু দিচ্ছে নাকো ছাড় ।
অমাবস্যা গ্রাসিতেছে ক্ষমতার লোভে,
স্বাধীনতা সূর্য বুঝি ফের যাবে ডুবে।
যে হারে করছে চিল শকুন বিস্তার
মানবতার আদৌ কি মিলবে নিস্তার?
গুজবে জনগণের কর্ণ করিয়া বধির,
ছেদিতে বাংলার বক্ষ তাক করে স্থির।
ভাটা পড়ে ন্যায় নদী চর পড়ে পার,
উত্তাল তরঙ্গে দেখি বহে অবিচার।
দেখ শোন বুঝ,ঘটে কোথা কি কারণ,
বলা যাবে না কিছুই ইঙ্গিতে বারণ।
আকাশে বাতাসে দেয়া স্তব্ধতার বাণী,
অমান্য করিলে সেথা হবে প্রাণহানি।
ভয়তে কাতর তাই উঁচু নিচু সবে,
কার ঘাড়ে কটা মাথা কথা যে কবে?
হেরিছে নির্বাকে জ্ঞানী গুণী সৎ জন,
জনতার হৃদে্ সদা আতঙ্ক দহন।
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি